রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত  ‎

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ১১:৩০| আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১২:১৯
অ- অ+

‎লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইজুদ্দিন (৩৫) ও আবু খাঁ (৫০) নামে দুজন নিহত এবং উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।

সোমবার উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের চর গাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত সাইজুদ্দিন উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি দেওয়ান বাড়ির হানিফ দেওয়ানের ছেলে ও আবু খাঁ একই ইউনিয়ের খাঁ বাড়ির বদু খাঁর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর ফারুক কবিরাজ ও শামিম গ্রুপের মধ্যে মাছঘাট ও চরের জমি দখল নিয়ে কয়েকবার সংঘর্ষ হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হন। আহত হন উভয়পক্ষের অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ও ঢাকায় ভর্তি করা হয়েছে।

‎এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভুঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সহিংসতা রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে।

(ঢাকা টাইমস/০৮এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা