জামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে কারাগারের সামনে মারধর করে পুলিশে সোপর্দ 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৫, ১১:২২| আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১১:৫৬
অ- অ+

জামিনে কারামুক্ত হয়েই বিক্ষুব্ধ ছাত্র-জনতার মারধরের শিকার হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজ। তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাবেক এমপি আবদুল আজিজ জামিনে মুক্তি পাবেন– এমন খবর পেয়ে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকেন। এরপর আবদুল আজিজ যখনই কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘বর্তমানে সাবেক এমপি আব্দুল আজিজ থানা হেফাজতে রয়েছেন। তার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা পরবর্তীতে জানানো হবে।’

গত ৩ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব-১২–এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজিজকে আদালতে তোলে তাড়াশ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন মাস কারাভোগের পর মঙ্গলবার তিনি জামিনে মুক্ত হন।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা