মির্জাপুরে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে সিয়াম নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল খনকারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
সিয়াম বেলতৈল গ্রামের সৌদি প্রবাসী আমিনুর রহমানের ছেলে ও বংশাই উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, সিয়ামের আজ এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু সে পড়তে না বসে সারাদিন ঘুরাফেরা করায় তার মা রাগারাগি করেন। এতে অভিমান করে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন তিনি। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে সিয়ামের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এজে)

মন্তব্য করুন