ভালুকায় পেট্রোলের দোকানে আগুন, নিহত ১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, ১৭:১১
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় অবৈধ ডিজেল ও পেট্রোল বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজী হোসেনের মালিকানাধীন একটি প্রজেক্টে ঘটনাটি ঘটেছে।

নিহত আমির হোসেন নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আমির হোসেন গাজী হোসেনের প্রজেক্টে থেকে অবৈধভাবে ডিজেল ও পেট্রোল বিক্রি করতেন। রাত আনুমানিক ৩টার দিকে দোকানে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে দোকান ঘরে প্রবেশ করে দুই ড্রামের মাঝখানে পুড়ে যাওয়া আমির হোসেনের মরদেহ উদ্ধার করেন তারা।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল রহমান জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং নিহতের পোড়া লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা