উখিয়ায় পানির নিচে ৩ হাজার একর জমির ধান

কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং মাছকারিয়া বিলে প্রায় ৩ হাজার একর জমির পাকা আমন ধান পানিতে তলিয়ে গেছে।
শুক্রবার রাতে প্রচুর বৃষ্টি হলে কুতুপালং লম্বাশিয়ার বিস্তীর্ণ পাহাড় থেকে পানি এসে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে করে মাছকারিয়া এলাকার প্রায় ৩ হাজার একর জমির পাকা আমন ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে।
স্থানীয় কৃষকরা জানান, পাকা আমন ধানগুলো কয়েকদিনের মধ্যে কাটার প্রস্তুতি চলছিল। কিন্ত শুক্রবার রাতে বৃষ্টি হলে পাহাড় থেকে নিম্নাঞ্চলে প্রবাহিত পানি বন্যার মত ঢলের রুপ নেয়।
রবিবার সরেজমিনে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকরা জানান, পাশ্র্ববর্তী খালটি রোহিঙ্গা বসতির বর্জ্য এসে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বাধগ্রস্ত হয়। যে কারণে প্রায় ৩ হাজার একর পাকা ধান পানিতে নিমজ্জিত হয়েছে।ক্ষতিগ্রস্ত চাষি গফুর জানান, তিনি এবার ২০ কানির মত আমন চাষ করেছেন। আশানুরূপ ফসলও ভাল হয়েছে। কিন্ত দুর্ভাগ্য, শুক্রবার রাতের বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে পানি ও বর্জ্য মাছকারিয়ায় ধানি জমিতে ঢুকে তলিয়ে যায়। সংলগ্ন খালটি বর্জ্য এসে ভরাট হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী জানিয়েছেন, ইউএনও সহ তিনি প্লাবিত এলাকাটি পরিদর্শন করবেন। তিনি বলেন, ইতোমধ্যেই খালের নিষ্কাশন ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য নির্বাহী কর্মকর্তা দুই লাখ টাকা বরাদ্দ করেছেন এবং পাকা ধান উত্তোলনে কার্যকরী পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
ইউপি সদস্য আবদুল হক জানান, রোহিঙ্গা ভিত্তিক সেবা সংস্থার কর্তারা সংস্কার কর্মের নামে অপসংস্কারের নতিজা এটি।
(ঢাকা টাইমস/২০এপ্রিল/এসএ)

মন্তব্য করুন