‘ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট’ চালু করলো এনসিসি ব্যাংক 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ১৭:৩৯
অ- অ+

দেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের অর্ন্তভূক্তি ও ভূমিকার কথা বিবেচনা করে এবং ফ্রিল্যান্সারদের সহযোগিতার উদ্দেশ্যে এনসিসি ব্যাংক ‘ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট’ নামে নতুন প্রোডাক্ট চালু করেছে। সম্প্রতি সিলেটের হবিগঞ্জে দ্যা প্যালেস লাক্সারী রিসোর্ট-এ ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন ‘এনসিসি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট’ নামে নতুন প্রোডাক্টের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক সব ধরনের গ্রাহকদের চাহিদা পূরণে এবং দ্রুততম সময়ে সর্বোত্তম ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এনসিসি ব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ফ্রিল্যান্সারদের বিভিন্ন সুবিধা প্রদান এবং অর্থনৈতিক কর্মকান্ডে তাদেরকে আরো বেশী সম্প্ক্তৃ করতে নতুন এই প্রোডাক্ট এর কার্যক্রম শুরু করলো। বৈদেশিক মুদ্রায় হিসাব খোলার সুবিধাসহ নতুন এই সেবার মাধ্যমে ফ্রিল্যান্সাররা দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, দেশে প্রায় ৬.৫ লাখ ফ্রিল্যান্সার রয়েছে যারা প্রযুক্তি খাতে অবদান রেখে চলেছে এবং যার মাধ্যমে বছরে প্রায় এক বিলিয়ন ইউএসডি সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে সংযুক্ত হচ্ছে। প্রতি বছর এই ফ্রিল্যান্সারদের সংখ্যা বেড়েই চলেছে। দেশের অর্থনীতিতে এই ফ্রিল্যান্সারদের অবদানের কথা চিন্তা করে এবং তাদেরকে ফ্রিল্যান্সিং পেশায় আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য পারসোনাল লোন এবং ক্রেডিট কার্ডসহ বিভিন্ন সুবিধা সম্বলিত ‘ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট’ সেবাটি চালু করা হয়েছে। এই ফরেন কারেন্সি অ্যাকাউন্টটি ফ্রিল্যান্সারদের চাহিদা পূরণে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদেরকে আরও বেশি সম্পৃক্ত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

(ঢাকা টাইমস/২২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা