কাশ্মীরে হামলা
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি ও বিশেষ ভিসা সুবিধা বাতিল করল ভারত
সীমান্ত চেকপোস্ট বন্ধ ও কূটনৈতিদের অবাঞ্ছিত ঘোষণা

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটকের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। একইসঙ্গে পাকিস্তানিদের দেওয়া বিশেষ ভিসা সুবিধা বাতিল, আটারি-ওয়াঘা সীমান্ত চেকপোস্ট বন্ধ ও নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের নিরাপত্তা কর্মকর্তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে মোট ছয়টি নদীর পানিবণ্টন নিয়ে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ূব খান সিন্ধু চুক্তি স্বাক্ষর করেছিলেন।
চুক্তি অনুযায়ী, সিন্ধু বেসিনের তিনটি নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি পাকিস্তান পেয়ে থাকে। আর রাভি, বিপাশা ও সাতলুজ পানির বেশির ভাগ পায় ভারত।
চুক্তি স্থগিতের ফলে, সিন্ধু নদী এবং এর শাখানদী ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং সাতলুজ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই নদীগুলোর পানির ওপর পাকিস্তানের লাখ লাখ মানুষ নির্ভশীল।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, ‘সিসিএস-কে দেওয়া ব্রিফিংয়ে সন্ত্রাসী হামলার আন্তঃসীমান্ত সংযোগের বিষয়টি সামনে আনা হয়েছে। উল্লেখ করা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের সফল আয়োজন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের দিকে এর অবিচল অগ্রগতির প্রেক্ষাপটে এই আক্রমণটি করা হয়েছে।’
তিনি আরও বলেন, এই সন্ত্রাসী হামলার গুরুত্ব স্বীকার করে, সিসিএস নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে:
১. ১৯৬০ সালের সিন্ধু নদের পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে, যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাখ্যান করে।
২. ইন্টিগ্রেটেড চেকপোস্ট আটারি-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। যারা বৈধ অনুমোদন নিয়ে সীমান্ত অতিক্রম করেছেন তারা আগামী ১ মে এর আগে এই পথ দিয়ে নিজ দেশে ফিরে আসতে পারবেন।
৩. সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প (এসভিইএস) ভিসার আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। অতীতে পাকিস্তানি নাগরিকদের দেওয়া যেকোনো এসভিইএস ভিসা বাতিল বলে গণ্য হবে। এসভিইএস ভিসার আওতায় বর্তমানে ভারতে থাকা যেকোনো পাকিস্তানি নাগরিকের ভারত ত্যাগের জন্য ৪৮ ঘন্টা সময় রয়েছে।
৪. নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা/সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত (Persona Non Grata) ঘোষণা করা হয়েছে। তাদের ভারত ত্যাগের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ভারতও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে তাদের নিজস্ব প্রতিরক্ষা/নৌ/বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করবে। সংশ্লিষ্ট হাইকমিশনের এই পদগুলো বাতিল বলে গণ্য করা হবে।
৫. এছাড়াও আগামী ১মে থেকে হাইকমিশনের সামগ্রিক সদস্য সংখ্যা আরও কমানোর মাধ্যমে বর্তমান ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনা হবে।
সূত্র: এনডিটিভি
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এমআর)

মন্তব্য করুন