নিহত পারভেজের পরিবারের পাশে কেন্দ্রীয় ছাত্রদল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৪৮| আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৫২
অ- অ+

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নে পারভেজের গ্রামের বাড়ি গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন।

সফরের শুরুতে পারভেজের কবর জিয়ারত করেন ছাত্রদল সভাপতি রাকিব, এরপর পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুবেল, মশিউর রহমান মামুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ।

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা বনানী থানায় সরাসরি প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘পারভেজকে হত্যা একটি পূর্বপরিকল্পিত হামলার অংশ। এখন তার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে, যা উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

এ সময় ছাত্রদল নেতারা দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং দেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ।

(ঢাকা টাইমস/২৪এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা