বৈদ্যুতিক গোলযোগে মেট্রোরেল চলাচল বন্ধ, স্টেশনে-স্টেশনে যাত্রীদের ভোগান্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:২৯| আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:৩২
অ- অ+

বৈদ্যুতিক ত্রুটির কারণে এক ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্টেশনের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পাওয়ার ট্রিপের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যার সূত্র খুঁজে বের করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিভিন্ন স্টেশনে দেখা গেছে, প্রতি স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। এছাড়া নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে।

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, যান্ত্রিক ও নেটওয়ার্ক সমস্যার কারণে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এ সময় সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়, ফলে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশপ্রেম ও পেশাদারিত্ব যখন অপরাধ হয়ে ওঠে: রাষ্ট্রদূত সুফিউর রহমানের নীরব কূটনৈতিক যুদ্ধ
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা