নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশকে শক্তিশালী ভূমিকায় চায় মানুষ: প্রধান উপদেষ্টা

নারী ও শিশুর নিরাপত্তায় পুলিশ বাহিনীকে সংবেদনশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানুষ পুলিশ বাহিনীকে শক্তিশালী ভূমিকায় দেখতে চায়।
মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে পুলিশ সদস্যদের উদ্দেশে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদস্যদের উদ্দেশে আরও বলেন, “যেকোনো ঘটনায় নারীরা যেন পুলিশের হট লাইন নাম্বারে কল দিয়ে সর্বোচ্চ সহযোগিতা পায় সেটি নিশ্চিত করবেন। নারী ও শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারব দেশ নিরাপত্তার দিকে অনেক এগিয়ে গেছে।”
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা জানি পুলিশ বাহিনীর সামনে অনেক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিকস, পর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো বিগত ১৬ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সে দূরত্ব কমিয়ে আনা। পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলব এটি কঠিন নয়। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এ বন্ধন অটুট থাকবে। আমাদের সমাজে একটি সুশৃঙ্খল সমাজ সেটি প্রমাণিত হবে।”
সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগের সময়টা অনেকটা কঠিন। তাই পুলিশকে সজাগ থাকতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে।”
তিনি বলেন, ‘আমরা একটা যুদ্ধাবস্থায় আছি। অশুভ শক্তি আমাদের স্বপ্ন ও ঐক্য ভেঙে দিতে সর্বোচ্চ শক্তি নিয়ে চেষ্টা করছে। একে প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকতে হবে।”
প্রধান উপদেষ্টা বলেন, “চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেজন্য পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিন দিনব্যাপী এই আয়োজনে উদ্বোধনী দিনেই এবার পদকের জন্য ঘোষিত ৬২ জন কৃতী পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সব পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএম/এফএ)

মন্তব্য করুন