রাজারবাগে এসআই মনছুর আলীর জানাজা অনুষ্ঠিত, গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ১৪:৩৮| আপডেট : ২০ মে ২০২৫, ১৫:০৩
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের দক্ষিণখান থানার নিহত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) কে এম মনছুর আলীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এবং মরহুমের আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে পুলিশের একটি চৌকস দল মরদেহে গার্ড অব অনার প্রদান করে। এরপর তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার মরদেহ ডিএমপির লাশবাহী ফ্রিজার ভ্যানে করে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এ সময় লাশবাহী গাড়ির সঙ্গে নিহত মনছুরের পরিবারের সদস্যরা ছিলেন।

প্রসঙ্গত, এসআই (নিরস্ত্র) কে এম মনছুর আলী শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আশকোনা হজ ক্যাম্পে নিরাপত্তামূলক ডিউটি করেন। ডিউটি শেষে ব্যক্তিগত মোটরসাইকেলে করে ফেরার পথে রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটের সময় দক্ষিণখান থানাধীন ৪নং সেক্টরের ১০ নং রোডে রেলক্রসিংয়ে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাত পান।

পথচারীরা তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২০মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা
ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে রিটের আদেশ বুধবার
স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ফ্ল্যাট-প্লট-জমি ক্রোকের আদেশ 
গেন্ডারিয়ায় বিপুল বিদেশি মদ-বিয়ারসহ মাদক কারবারি আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা