দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা: বাবা ও দুই ছেলে নিহত 

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৩ জুন ২০২৫, ১২:২০
অ- অ+

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও দুই ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন (৫০) ও তার দুই ছেলে রাতুল (১৪) ও অতুল (২৪) । এছাড়া গাড়িতে থাকা অপর তিনজন আহত হয়েছেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে তারা শেরপুরের বাড়িতে যাচ্ছিলেন ঈদ করতে। করটিয়া এলাকায় পৌঁছাইলে তারা একটি বিরতি দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা আমজাদ হোসেন ও তার দুই ছেলে রাতুল ও অতুল মারা যান। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/০৩জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিইসি ও ইসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সব দলের ঐকমত্য
ঐকমত্যের বৈঠক থেকে তিন দলের ‘ওয়াকআউট
শাহসুফি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (কঃ) ইন্তেকাল, বিএফইউজে মহাসচিবের শোক প্রকাশ
এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা