মির্জাপুরে অটোসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৫, ২০:১০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই কাজে ব্যবহৃত নাম্বার বিহীন সিএনজিচালিত অটোসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বহুরিয়া রোড থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলা সদরের সরিষাদাইর গ্রামের আল আমিন (২৮), আন্ধরা গ্রামের বিজয় সূত্রধর (২২) ও একই গ্রামের রঞ্জিত সূত্রধর (২৭)।

পুলিশ জানায়, উপজেলার বানাইল ইউনিয়নের পানিশাইল গ্রামের শহর আলীর ছেলে হৃদয় মিয়া মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আল ইহসান বালিকা মাদরাসার সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় নাম্বারবিহীন একটি সিএনজিচালিত অটো নিয়ে গ্রেপ্তার তিন ছিনতাইকারী হৃদয় মিয়ার গতিরোধ করে। পরে তারা তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হৃদয়ের কাছে থাকা নগদ এক হাজার সাতশত টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর হৃদয় মিয়া মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুরে বহুরিয়া রোড থেকে ছিনতাই কাজে ব্যবহৃত নাম্বারবিহীন ওই সিএনজি অটোসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/১১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৯তম সভা অনুষ্ঠিত 
উত্তরায় ভেজাল কসমেটিক তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
ই-ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম জনতা ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা