ধামরাইয়ে ছুরিকাঘাতে শফিকুল হত্যা প্রধান আসামি আল আমিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৫, ১৮:০১
অ- অ+

ঢাকার ধামরাইয়ে ছুরিকাঘাতে মো. শফিকুল ইসলামকে (২৬) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আল আমিনকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মুমিন খাঁ এলাকায় র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর একটি যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে র‍্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৬ জুন ঈদের কেনাকাটা শেষে রাতের দিকে শফিকুল যখন বাড়ি ফিরছিলেন, তখন ধামরাইয়ের বিলকুশনাই গ্রামের একটি কাঁচা রাস্তায় ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শফিকুল মারা যান।

নির্মম এই হত্যাকাণ্ডের পরপরই ধামরাই থানায় একটি হত্যা মামলা করা হয়। এরপর র‌্যাব-৪ একটি ছায়া তদন্ত শুরু করে এবং একপর্যায়ে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফরিদপুরে অবস্থান শনাক্ত করে অভিযানে নামে এবং র‍্যাব-১০ এর সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/১৩জুন/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা