টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৫, ১৯:৪০
অ- অ+

চার দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের লেবার এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। টিউলিপ সিদ্দিক এর আগে তাকে একটি চিঠির মাধ্যমে দেখা করার অনুরোধ জানিয়েছিলেন, যেখানে তিনি নিজেকে নিয়ে গঠিত দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ দূর করার ইচ্ছা প্রকাশ করেন।

তবে টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন না জানিয়ে বিবিসিকে ড. ইউনূস বলেছেন, ‘না, করব না, কারণ এটা আইনি প্রক্রিয়া। আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না। প্রক্রিয়াটি চলতে থাকুক।’

টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং সাবেক ট্রেজারি মিনিস্টার, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অভিযোগ আনার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের পেছনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতেও অস্বীকৃতি জানানো হয়েছে।

তবে ড. ইউনূস সাফ জানিয়ে দেন, ‘এটি আদালতের বিষয়। আদালতই সিদ্ধান্ত নেবে মামলা চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট উপাদান আছে কিনা, অথবা তা বাতিল করার জন্য।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর আমার পূর্ণ আস্থা আছে এবং তারা সঠিক কাজটিই করছে।’

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে জমি গ্রহণ করেছিলেন। এ বিষয়ে দুদক বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: বিবিসি

(ঢাকাটাইমস/১৩জুন/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা