টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২ লাখ ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৪:৪৩| আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৫:৫৯
অ- অ+

কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরেরমুখ সমুদ্র এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এসময় মাদক কারবারিরা বোট থেকে পালিয়ে যায়।

এদিন দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন খবরে সকালে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বোটটি সাবরাং খুরেরমুখের সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা দুজন মাদক কারবারি সাঁতার কেটে তীরে পালিয়ে যান। পরে কোস্টগার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে ২টি বস্তার ভেতরে মোড়ানো অবস্থায় দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এলএম/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুদ্ধিমত্তা বাড়ায় থানকুনি পাতা! অনিদ্রা আর দুঃশ্চিন্তা যাবে দূরে
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা