বরিশালে গণধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৭:৩৩| আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৭:৩৩
অ- অ+

বরিশালে গণধর্ষণের পর হত্যার ঘটনায় দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন—বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা শয়ন চন্দ্রশীল এবং সুমন ফকির।

মামলার সরকার পক্ষের আইনজীবী জানান, ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়িতে এক গৃহবধূ গণধর্ষণের স্বীকার হন।

এরপর তাকে হত্যা করে লাশ সন্ধ্যায় নদীতে ফেলে দেয়। এ ঘটনায় মৃত ওই নারীর ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত আসামি সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা