বিএনপি-জামায়াতের ওয়ার্ড নেতাদের দ্বন্দ্বে বন্ধ মাহফিল আয়োজন
লক্ষ্মীপুরে দাওয়াত না পেয়ে স্থানীয় এক ওয়ার্ড বিএনপির নেতার বাধার অভিযোগ এনে মাহফিল আয়োজন বন্ধ করে দিয়েছেন আয়োজকরা- এমন অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২২ নভেম্বর) যুব সমাজ ও এলাকাবাসীর ব্যানারে বেলা তিনটা থেকে মাহফিল অনুষ্ঠানের কথা ছিল। এর আগে দুপুরে লক্ষ্মীপুর পৌর ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলি এলাকায় ডেকে নিয়ে সাংবাদিকদের কাছে ওই অভিযোগ করেন আয়োজকরা।
অভিযোগকারীরা জানান, বিএনপির ওই নেতা প্যান্ডেল তৈরিতে বাধা দেওয়ায় তারা বিশৃঙ্খলা এড়াতে মাহফিল আয়োজন বন্ধ করে দেন।
একই ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমান জানান, শুক্রবার বিকেল তিনটা থেকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনারের (আলমগীর হোসেন) বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামী সংগীত সন্ধ্যার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল আযোজন বন্ধ রাখতে বলেন।
অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, ‘এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে প্রতিবছর এই মাহফিলে রাখা হয়। এবার আমাকে কিছুই জানানো হয়নি। তবে আমি মাহফিল আয়োজন বন্ধ করিনি, বরং কার্যক্রম চালিয়ে যেতে বলেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিএনপি নেতা আলমগীর ও জামায়াত নেতা মাহাবুব আগামী পৌর নির্বাচনে স্থানীয় কাউন্সিলর প্রার্থী। মাহফিলের নামে মাহাবুব তার পক্ষে গণজমায়েতের পরিকল্পনা করেন। প্রতিপক্ষ আলমগীরকে সেখানে দাওয়াত দেওয়া হয়নি। আলমগীর এ নিয়ে ক্ষুব্ধহন।
এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম সংসদের এই আসনের (লক্ষ্মীপুর-৩) সংসদ সদস্য প্রার্থী। মাহফিলে রেজাউল করিমকে প্রধান অতিথি করা হয়।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/মোআ)
মন্তব্য করুন