মাদারীপুরে জেলা শ্রমিকলীগ সভাপতি গ্রেপ্তার
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জেলা শ্রমিকলীগ সভাপতি জয়নাল ফকিরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জয়নাল ফকির মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের রব ফকিরের ছেলে।
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় এদিন বিকালে তাকে আদালতে তোলা হয়।
গ্রেপ্তারকৃত জয়নাল ফকির সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার খাদগী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তাওহীদ সন্ন্যামাত। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে। এ ঘটনায় ২৫ আগস্ট মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে ৯২ জন আসামির নামে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মাদারীপুর সদর থানার ওসি আল মামুন জানান, সোমবার বিকালে জয়নাল ফকিরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)মন্তব্য করুন