ঝিনাইদহের মহেশপুরে অবৈধ সীমান্ত পারাপারে আটক ৪৭
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ৪৭ জনকে আটক করেছে মহেশপুর বিজিবি ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতভর মহেশপুর উপজেলার মাটিলা, খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি মিডিয়া সেলের পরিচালক আজিজুস শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযানে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে মোট ৪৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে।
আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে একাধিক জন ইতোপূর্বেও ৫৮ বিজিবির টহল দলের কাছে ধরা পড়েছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নভেম্বর মাসে সর্বমোট ৩৩১ জনকে আটক করে। গত ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন বা ৫৮ বিজিবির হাতে অবৈধ পারাপারের সময় আটক ব্যক্তির সংখ্যা বাংলাদেশি ৮৮৫ জন, ভারতীয় নাগরিক ২৮ জন, মিয়ানমার রোহিঙ্গা নাগরিক ২০ জনসহ সর্বমোট ৯৩৩ জন।
তাদের মধ্যে একজন প্রাক্তন মন্ত্রী, বেশ করেকজন ছাত্রলীগ ক্যাডার, তিনজন জেল পলাতক আসামি, ১ জন আনসার বিদ্রোহের সক্রিয় সদস্য, কয়েকজন একাধিক মামলার আসামি এবং ১ জন ভারতীয় পুলিশ সদস্য রয়েছে।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/মোআ)
মন্তব্য করুন