গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ১৭:৩৪
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে আবিদ (৬) ও লাবিব (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং লাবিব একই এলাকার আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশের একটি জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলছিল শিশুরা। খেলার একপর্যায়ে তারা ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্বজনরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরে বাড়ির পাশের জলাশয়ে ভেলা থেকে পড়ে দুই শিশু ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’

(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা