জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নলছিটিতে দোয়া মাহফিল

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৫, ১৮:২৬
অ- অ+

ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার দোয়া মাহফিল ও দুস্থ বন্যার্তদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাবেক ভিপি ও বিএনপির বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল হক নান্নু। এদিন তিনি জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করেন। বলেন, শহীদ জিয়া দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক। তার সততা, দেশপ্রেম, ভালোবাসার নৈতিকতাকে বুকে ধারণ করতে হবে।

দোয়া মাহফিলে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের কল্যাণ ও জনগণের মুক্তির জন্য প্রার্থনা করা হয়। পরে দুস্থ ও বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় জনগণ এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানায় এবং বিএনপির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

(ঢাকা টাইমস/৩০মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 
গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
এমপিও শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন, অফিস আদেশ জারি
মির্জাপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা