সিলেটে টিলাধস: স্ত্রী ও দুই সন্তানের পর রিয়াজের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৫, ১০:১৮| আপডেট : ০১ জুন ২০২৫, ১২:৫৯
অ- অ+

সিলেটের গোলাপগঞ্জে টিলাধসে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একই পরিবারের শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার (১ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে গোলাপগঞ্জের ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নে বক্তিয়ার ঘাট এলাকায় ওই ধসের ঘটনা ঘটে।

গোলাপগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ রিয়াজ উদ্দিনের (৫০) মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকাল সাতটার দিকে রিয়াজ উদ্দিনের স্ত্রী রহিমা বেগম, তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিনের (১৩) মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। গত রাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলাধসে চারজনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ উদ্ধার কাজ চালায়।

(ঢাকাটাইমস/১ জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি
জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দেশটির সর্বোচ্চ নেতা খামেনি কোথায় আছে জানে যুক্তরাষ্ট্র, আপাতত হত্যা নয়: ট্রাম্প
ইরান-ইসরায়েল সংঘাত, প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা