মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধু নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৫, ২২:৪৪| আপডেট : ২০ জুন ২০২৫, ০০:১৮
অ- অ+

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আনিছ (২২), আরাফাত (১৮) রিয়াজ (১৯)। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে।

পুলিশ জানায়, পাঁচ বন্ধু রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে দুজন নিরাপদে সরে যেতে পারলেও তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এরপর স্থানীয় জনতা তাদের উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে তিনজন মারা যাওয়ার খবর শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে তাদের পায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাওয়া যায়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে আমরা মৃত ঘোষণা করি।

তিনি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই ট্রেনের আঘাতে মৃত্যু হয়েছে কি না। তারা কীভাবে নিহত হয়েছেন সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রায় শতাধিক লোকজন এসেছিলেন। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে গেছেন। তারা ডেথ সার্টিফিকেটও নেননি। পরে হাসপাতালে পুলিশ আসে।

(ঢাকা টাইমস/১৯জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ বছর কোমায় থাকার পর না-ফেরার দেশে সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র
গাজায় ইসরায়েলি হামলায় ১১৬ ফিলিস্তিনি নিহত, অপুষ্টিতে ভুগছে ১৭ হাজার শিশু
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা