বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৫, ১৭:১৪
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে সালমান ফারসি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাদুল সরকার। তিনি পরিবারের সদস্যের বরাত দিয়ে জানান, সকালবেলা বাড়ির আঙিনায় রাখা ধান ভিজানোর বালতির পাশে খেলছিল ছোট্ট সালমান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অসাবধানতার সুযোগে সে বালতির পানিতে খেলতে গিয়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে বালতির পানিতে নিথর অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। শিশুদের ব্যাপারে অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

(ঢাকা টাইমস/২১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা