ঢাকায় গ্লোবাল সুইস বিজনেস হাবের উদ্বোধন
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর গুলশানে ‘গ্লোবাল সুইস বিজনেস হাব ২০২৪’-এর উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা আনিস খান এবং ভাইস প্রেসিডেন্ট রোমান সোমারউ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশের করপোরেট জগতের আইকন সৈয়দ আলমগীর।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, বিডিজবসের প্রতিষ্ঠাতা ও সিইও এ কে এম ফাহিম মাশরুর, স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, ইকুরিয়ারের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল, এসিআই কনজিউমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার কামরুল হাসান, মাতৃভূমি গ্রুপের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, গ্রামীণ ডিজিটাল হেলথ এর চিফ মার্কেটিং অফিসার হাসিবুল হাসান।
জিএসবিএইচ-এর মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, বিনিয়োগ এবং রপ্তানি এবং আমদানিতে সহযোগিতা করবে। আন্তর্জাতিক ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবনী কৌশল এবং পারস্পরিক প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরতে একটি গতিশীল প্যানেল আলোচনা হয়।
সার্বিক সহযোগিতা করেছে ইন্ট্রাপাস এবং সার্বিক পরিচালনায় ছিলেন গ্লোবাল সুইজ বিজনেস হাবের অপারেশনস চিফ – (বাংলাদেশ) নিয়াজুল ইসলাম রনি।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এজে)
মন্তব্য করুন