বাবার যত্নে ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ১৯:৩৬
অ- অ+

বাবা দিবসকে উপলক্ষ করে বাবার যত্নে ওষুধ কেনা থেকে মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে নির্দিষ্ট ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। সেইসাথে বিকাশ অ্যাপে থেকেই বাবার জন্য লাইফ ও হেলথ ইন্সুরেন্স প্ল্যান কেনাতেও থাকছে ক্যাশব্যাক।

বাবা মানেই নির্ভরতা— জীবনের প্রতিটি ধাপে যিনি ছায়ার মতো পাশে ছিলেন। বয়স বাড়ার সাথে সাথে তাদের যত্নের প্রয়োজনও বাড়ে—ওষুধ কেনা থেকে শুরু করে নিয়মিত মেডিকেল টেস্ট, হাসপাতালের খরচ কিংবা হেলথ ইন্স্যুরেন্সের মতো বিষয়গুলোয় সময়মতো দেখভাল করতে পারলেই প্রিয় এই মানুষটাকে স্বস্তি দেয়া যায়। তাদের জন্য ওষুধ কিনতে লাজ ফার্মা, তামান্না ফার্মেসি, একেএস ফার্মেসি সহ দেশজুড়ে প্রায় তিন হাজার ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করার সময় ‘H1’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫% করে ২৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৪ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/healthcare-pharmacy-coupon-may25।

এদিকে, মেডিকেল টেস্ট করতে পপুলার ডায়াগনস্টিক, মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ার সহ দেশজুড়ে প্রায় ৪৫০টি ডায়াগনস্টিক সেন্টারে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H2’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/healthcare-diagnostics-coupon-may25।

আর এসপেরিয়া হেলথকেয়ার ও সাজিনাজ হসপিটাল-এর নির্দিষ্ট হেলথ চেকআপ প্যাকেজে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারগুলো সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/fathers-day-campaign-2025।

(ঢাকা টাইমস/১৭জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ একজন গ্রেপ্তার
মোহাম্মদপুরে একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যাচেষ্টা, পাটালি গ্রুপের চার সদস্য ডিবির জালে
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পাল্টা পদক্ষেপের হুমকি লুলা সরকারের
যমুনা ইলেকট্রনিক্সের ‘ঈদ ডাবল খুশি অফার’-এর ১৭ বিজয়ীর মাঝে বিদেশ ভ্রমণের কুপন হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা