আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৫-২৬ কমিটি ঘোষণা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৭| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৪:১৪
অ- অ+

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) তে অত্যন্ত আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আইইউবিএটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৫-২৬’ কমিটির হস্তান্তর অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে গত শনিবার (২৩ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত মিলনমেলা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এটি কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ডিপার্টমেন্টের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস।

এছাড়াও উপস্থিত ছিলেন আইইউবিএটির রেজিস্ট্রার, ইঞ্জিয়ারিং বিভাগের ডিন, ইইই বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর এবং অন্যান্য শিক্ষক।

এসময় তারা আইইউবিএটির জ্যেষ্ঠ অ্যালামনাই প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী নুরুজ্জামান ফারুকি, প্রকৌশলী জিয়াদ তানজিমের উপস্থিতিতে নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী নাফিস রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরুল হাসান সানি ও প্রকৌশলী মো. জামাল মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সামিউল ইসলাম চৌধুরীর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী সাফিনা সিদ্দিকা সিল্কি ও প্রকৌশলী মো. শাহিদুল হাসান শাওন।

আইইউবিএটির ইইই বিভাগের অনেক প্রকৌশলী সুনামের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়নরত। তাদের মধ্যে থেকে প্রকৌশলী জয়দাশ গুপ্ত যিনি অস্ট্রেলিয়ায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন এবং ভিডিও বার্তায় নতুন কমিটির জন্য শুভেচ্ছা জানান ও তার কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানের শেষ অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা মাধ্যমে অতিথিরা দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানটি সকলের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে যা সাবেক শিক্ষার্থীদের একত্রিত করবে এবং তাদের পেশাগত উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে কাজ করবে। নতুন কমিটির কার্যক্রমে ডিইইই বিভাগের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে আইইউবিএটি। বর্তমানে উত্তরায় ২০ বিঘার নিজস্ব সবুজ ক্যাম্পাসে ৬টি অনুষদে ১৪টি প্রোগ্রাম চালু আছে এই প্রতিষ্ঠানে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষার্থীর সাথে এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীও নিয়মিত পড়াশোনা করছেন।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চমক দিয়ে একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বীরগঞ্জ ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা