বাকৃবিতে নানা আয়োজনে বর্ণিল পহেলা বৈশাখ, ছাত্র-শিক্ষকের মিলনমেলা  

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৫, ১৭:০৮| আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৫২
অ- অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উৎসবমুখর পরিবেশে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হয় বৈশাখী শোভাযাত্রা, বর্ষবরণ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী মেলা।

উদযাপনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল সাতটায় কেআর মার্কেট থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয় এটি। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক . শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক . রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক . মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, প্রক্টর অধ্যাপক . মো. আব্দুল আলীমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। এরপর সকাল আটটায় শিক্ষক সমিতির পরিচালনায় শিশু-কিশোর কাউন্সিল, সংগীত সংঘ সাহিত্য সংঘ মহিলা সংঘের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও নববর্ষ আয়োজনের অনুষ্ঠানে আরও ছিল শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা, বালিশ খেলা, হাডুডু খেলা, যেমন খুঁশি তেমন সাজোসহ নানা বর্ণিল আয়োজন।

বর্ষবরণ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই দেশের মাটি আর বাতাসে গড়ে ওঠা একজন সাধারণ মানুষ হিসেবে বৈশাখের আগমন সব সময়ই আমাকে আলোড়িত করে। এই আয়োজন আমাদের আবহমান বাংলার ঐতিহ্য বহন করে। প্রতি বছর এই উৎসব নতুনের বার্তা নিয়ে আসে।’

দুপুর দেড়টায় দেশের শান্তি, কল্যাণ সমৃদ্ধি কামনায় বিশ্ববিদ্যালয়ের মসজিদ মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা