প্রাক্তন স্বামীর মৃত্যুর খবর প্রকাশে ক্ষুব্ধ পরীমনি, করেছেন কবর জিয়ারত

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ১৪:০৮
অ- অ+

দুর্ঘটনায় নিহত চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেনের মৃত্যুর খবর বিভিন্ন মিডিয়া হাসি-তামাশার সঙ্গে প্রচার করেছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ খোদ পরীমনিরই। এ নিয়ে ক্ষুব্ধ নায়িকা। তিনি ইসমাইলের কবর জিয়ারত করেছেন বলেও জানিয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্ষোভপ্রকাশ করে পরীমনি বলেন, ‘কারও মৃত্যু তো হাসি-তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন, খবর প্রকাশ করেছেন। উৎসব উৎসব ভাব মনে হচ্ছে। এটা সত্যিই কষ্টদায়ক। এমনটা মোটেও আশা করিনি।’

তিনি বলেন, ‘এবার বাড়িতে আসার পরই খালামণি বললেন ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্ট করছে।’ আমি বললাম, ‘কী!’ পরে বললেন, ‘ও তো মারা গেছে!’ এলাম নানুভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর! এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের, বলে বোঝাতে পারব না।’

তিনি মৃত মানুষের মুখ দেখতে পারেন না উল্লেখ করে পরীমনি বলেন, ‘এ জীবনে একমাত্র নানুভাইয়ের মরা মুখটাই দেখতে পেরেছি। আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি। তবে ওর কবর জিয়ারত করেছি। সেই কবরস্থানে পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর। সবচেয়ে নতুন কবর ইসমাইলের। ওর বাবাসহ আমরা কবর জিয়ারতে গেছি।’

নায়িকা বলেন, ‘সবকিছু ছাপিয়ে সে (ইসমাইল) তো আমার আত্মীয়। তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সব সময়ের।’

নায়িকা হওয়ার আগে ২০১০ সালে পারিবারিকভাবে ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল পরীমনির। কিন্তু দুই বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার।

পরীমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। গত শুক্রবার মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা, নিহত ১১
২১১ রানের লিড নিয়ে স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ
কোন সময়ে শীতে রোদ পোহালে শরীরে তৈরি হবে ভিটামিন ডি
এলপিজির নতুন দাম ঘোষণা হবে বিকালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা