থানায় জিডি

পরীমণির নির্যাতনে জ্ঞান হারান গৃহকর্মী, বর্ণনা দিলেন বেদম প্রহারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ১৭:৪৮
অ- অ+

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণির নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তার বাসার গৃহকর্মী পিংকি আক্তার। এই ঘটনায় বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পুলিশ বলছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

এদিকে পরীমণির নির্যাতনের শিকার পিংকি বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন। ঘটনার সূত্রপাত কীভাবে এবং কেন তাকে নির্যাতন করা হলো সেসব বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি।

পিংকির দাবি, মাসখানেক আগে কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে তিনি পরীমনির বসুন্ধরা আবাসিকের বাসায় কাজ পান। তার (পিংকি) কাজ ছিল পরীমনির এক বছর বয়সী মেয়ের দেখাশোনা করা ও খাবার খাওয়ানো। নিয়ম মেনে প্রতি দুই ঘণ্টা পরপর বাচ্চাকে খাবার খাওয়ানো হলেও তাকে বাচ্চা দেখাশোনার পাশাপাশি বাসার অন্যান্য কাজ করতে হতো। গত বুধবার (২ এপ্রিল) বাচ্চাকে বসিয়ে রেখে বাসার বাজারের লিস্ট করার সময় শিশু বাচ্চাটি কান্না করছিল। পরে তার জন্য দুধ রেডি করতে থাকা অবস্থায় গেলে পরীমণি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই-তোকারি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি জানতে চান আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি। আমি তখন তাকে বলি— ‘যেহেতু সলিড খাবার দেওয়ার সময় হয়নি তাই দুধ দিচ্ছি’।

পিংকি আক্তার বলেন, ‘পরীমণি এটা শুনে আমাকে ক্রমাগত থাপ্পড় দিতে থাকেন। মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন। যা দেখে আমি হতবাক হয়ে যায়। পরীমণির মারধরে আমি তিনবার ফ্লোরে পড়ে যায়। এরপর তিনি আমার বাম চোখে সজোরে থাপ্পড় মারেন; যাতে আমি এখনো বাম চোখে কিছু দেখতে পাচ্ছি না। এসময় হাসপাতালে যেতে চাইলে পরীমণি আবার আমাকে মারধর শুরু করেন। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।’

জ্ঞান ফিরে পিংকি নিজেকে বাঁচাতে ৯৯৯-এর সহায়তা চান বলে জানান। পিংকি অভিযোগ করে বলেন, ‘প্রায় এক ঘণ্টা পর আমার জ্ঞান ফেরে। তখন বাসার আরেকজন গৃহকর্মী বৃষ্টিকে আমি বলি, আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখন বৃষ্টি আমাকে বলেন, ‘পরীমণি ঘুমিয়েছেন, তাকে এখন ডিস্টার্ব করা যাবে না’। কোনো উপায় না দেখে আমি বাধ্য হয়ে পুলিশকে জানাই; যেন তারা আমাকে উদ্ধার করেন। পরে আমার এক কাজিন ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছি তবে এখনো সুস্থ হতে পারিনি।’

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘পরীমণির বিরুদ্ধে থানায় একটি জিডি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার সতত্য মিললে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস যাতায়াতে আলাদা রাস্তা নির্মাণ করবে ডিএনসিসি
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
শ্রীপুরে ইজারাদার সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-দেশীয় অস্ত্রের মহড়া, আহত ২০
সৃষ্টিশীলতার মহড়া দিল মুক্তিসরণি সাহিত্য সংঘ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা