আর্জেন্টিনায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, চিলিতে সুনামি সতর্কতা 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৫, ২১:১৮| আপডেট : ০২ মে ২০২৫, ২১:১৯
অ- অ+

আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের জেরে পাশ্ববর্তী দেশ চিলিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে অ্যান্টার্কটিক অঞ্চল এবং ম্যাগালানেস অঞ্চলের সমুদ্র সৈকত এলাকাগুলোকে খালি করার নির্দেশ দিয়েছে কতৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯.৫৮ মিনিটে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের মেগালেনেস অঞ্চলের প্রায় ২১৯ কিলোমিটার (১৩৬ মাইল) দক্ষিণে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে কম্পনটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

আর্জেন্টিনার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও প্রতিবেদন প্রকাশ করেনি।

এদিকে চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশানোগ্রাফিক সার্ভিস (SHOA) ভূমিকম্পের তীব্রতা ৭.৮ অনুমান করেছে, যা পুয়ের্তো উইলিয়ামস থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে।

সতর্কতা হিসেবে, চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবা (SENAPRED) অ্যান্টার্কটিক অঞ্চল এবং ম্যাগালানেস অঞ্চলের সৈকতগুলোকে খালি করার নির্দেশ দিয়েছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক উপকূলের বাসিন্দাদের সরকারী নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

এক এক্স বাতায় তিনি বলেন, ‘আমরা ম্যাগালানেস অঞ্চল জুড়ে উপকূলরেখা খালি করার আহ্বান জানাচ্ছি। আমাদের কর্তব্য হল প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের কথা মেনে চলা।’

সূত্র: আনাদোলু

(ঢাকাটাইমস/০২মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা