যুদ্ধে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা, ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৫, ০০:১৫
অ- অ+

টানা সপ্তম দিনে গড়ালো ইসরাইল-ইরানের সংঘাত। এ যুদ্ধে তৃতীয় পক্ষ চাচ্ছে না ইরান। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে চলমান সংঘাতে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ আদায় না হচ্ছে ততক্ষণ শত্রুদের সঙ্গে লড়াই অব্যাহত থাকবে।’

ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। তেহরান জানিয়েছে, যুদ্ধের যেকোনো পরিস্থিতির জন্য বিভিন্ন প্রস্তুতি রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের নাম উল্লেখ না করে কাউন্সিল বলেছে, এই আগ্রাসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হলে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী তাৎক্ষণিক মোকাবিলা করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতে প্রবেশের কথা ভাবছেন কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, কিন্তু দেশটিতে হামলা চালানো হবে কিনা-সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

একটি গোয়েন্দা সূত্র সিবিএসকে জানিয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে রাজি হতেও পারে- এমন চিন্তায় হামলা শুরু করার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন ট্রাস্প। তবে তিনি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ফোর্দো-তে মার্কিন হামলার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে।

এদিকে ইসরাইলের একজন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ‘ইসরাইল এখনও আশা করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হামলায় যোগ দেবেন।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘আশা করা হচ্ছে তারা (যুক্তরাষ্ট্র) যোগ দেবে, আমরা আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে জানতে পারব। কিন্তু এ বিষয়ে কেউ তাদের চাপ দিচ্ছে না, তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে।’

(ঢাকা টাইমস/২০জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আড়াইহাজার বিএনপির ৪ নেতা বহিষ্কার
নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করলো বিএসএফ
পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন 
মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল সামরিক সরকার, ডিসেম্বরে নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা