ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৫, ০৯:২৮| আপডেট : ২৬ জুন ২০২৫, ১১:৫৯
অ- অ+

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান ‘সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’ বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’ শহরে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি না-এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে।

জবাবে তিনি বলেন, ইরান সবেমাত্র একটি যুদ্ধে ছিল এবং তারা এই যুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছে।

ট্রাম্প বলেন, “তারা (ইরান) তেল ব্যবসায় জড়িত। মানে, আমি চাইলে এটা বন্ধ করতে পারি- চীনের কাছে তেল বিক্রি করা। আমি এটা করতে চাই না। দেশটিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তাদের অর্থের প্রয়োজন। আমরা সেটাই দেখতে চাই।”

তিনি বলেন, “যদি তারা তেল বিক্রি করতে চায়, তাহলে তারা তেল বিক্রি করবে। আমরা তেল দখল করছি না।”

ট্রাম্প আরও বলেন, দেশটির (ইরানের) আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন।

ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের সঙ্গে এরপর কী হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিল কি না।

জবাবে ট্রাম্প বলেছেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না। এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন।

এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

(ঢাকাটাইমস/২৬ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা