পাকিস্তানে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১২:১১| আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৫১
অ- অ+

টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। কয়েক দিনের ব্যবধানে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি ও হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনে রবিবারের (২৯ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন মতে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ১০ শিশুসহ ২১ জন মারা গেছে সেখানে। প্রদেশটির স্বাত উপত্যকায় হঠাৎ বন্যার পানির স্রোতে নদীর ধারে থাকা পরিবারের সদস্যদের ভেসে যাওয়ার ঘটনা স্থানীয় গণমাধ্যমে এসেছে।

এ ছাড়া পাঞ্জাবে মারা গেছে ১৩ জন, এর মধ্যে আট শিশু বৃষ্টির সময় দেয়াল ও ছাদ ধসে পড়ে মারা গেছে। সিন্ধু ও বেলুচিস্তানে আরও অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত মাসে তীব্র ঝড়ে পাকিস্তানে ৩২ জনের মৃত্যু হয়েছিল।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি ও হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত দেশজুড়ে ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে। ইসলামাবাদ, কাশ্মীর, পাঞ্জাবের কিছু অংশ এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় শহুরে বন্যা, হঠাৎ বন্যা এবং ভূমিধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ সিন্ধু, করাচি, হায়দ্রাবাদ, ঠাঠা ও বাদিনে ২ জুলাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শহুরে বন্যার ঝুঁকি বাড়াবে।

(ঢাকাটাইমস/৩০জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল সামরিক সরকার, ডিসেম্বরে নির্বাচন
জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল
ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত
সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-কার্তুজ জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা