কবিতা

কৃষ্ণচূড়ার দিনে

এম এম মাহবুব হাসান
  প্রকাশিত : ০৩ জুন ২০২৫, ১০:০৫
অ- অ+

রক্তজবা নয়, এ যেনো আগুনের ঢেউ,

পথের ধারে দাঁড়িয়ে জ্বলে একাকী—

নীরব দুপুরে গাছের ছায়াতলে

ভিজি আমি, কল্পনায় দেই রাঙা ফাঁকি।

বৃন্তে বৃন্তে জ্বলে গ্রীষ্মের গান,

ধুলোমাখা শহরে সর্বত্র হাসে কৃষ্ণচূড়া।

ঘামে ভেজা পথিক ক্লেশে থামে এক নিমেষ,

চোখ জুড়ায় লাল রঙে জাগ্রত শোভিত ধরা!

ছেলেবেলার জানালায় ছিল যে গাছ,

সেই আগুনেই জাগ্রত ভালোবাসা।

বসন্ত পেরোয়, তবু গন্ধ থাকে,

রয়ে যায় লাল রঙের নিঃশব্দ ভাষা।

মেঘ আসে না, বৃষ্টি ফিরেও চায় না,

তবু এই ফুলেই সারাদিন ভিজি আমি।

ক্লান্ত দুপুরে রঙ জাগায় আরেক স্বপ্ন,

আধুনিক ছায়ায় আঁকে নীল-তমসা ধ্বনি।

জীবনের ভিড়ে যখন ক্লান্তি চায় ছুটি,

তখন কৃষ্ণচূড়া ডেকে বলে— “একটু থেমে যাও।”

কোনো কবি হয়তো গোপনে রেখে যায়,

এই লাল ফুলের কাছে প্রেমের একটি ঘর-চাও।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নুরুল হুদাকে মবের ঘটনায় তদন্ত করে অ্যাকশন: সালাউদ্দিন 
ইসরায়েলে গোপন পারমাণবিক ভাণ্ডারের সন্ধান: মদদে আমেরিকা, শঙ্কায় বিশ্ব
আত্মাহুতি দিয়ে স্কাউটিংয়ের নজির বিশ্বের ইতিহাসে নেই: প্রধান উপদেষ্টা
নুসরাত ফারিয়া ২৪ সেকেন্ডে প্রেমের উত্তাপ ছড়ালেন!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা