রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত
রাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ব্যাংক কর্মকর্তা (৬০) নিহত হয়েছেন।
রবিবার ভোর ৫টার দিকে ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ বলেন, “বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাঝে পড়ে যায় একটি অটোরিকশা। এতে অটোরিকশাচালক ও আরোহী মোহাম্মদ জাকির হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এফএ)
মন্তব্য করুন