উত্তরবঙ্গে বেড়েছে শীতের তীব্রতা, সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ১৩.৮ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৫১| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২:০৮
অ- অ+
হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢেকে গেছে কুড়িগ্রামের চিলমারী। কমতে শুরু হয়েছে দিনের তাপমাত্রা

উত্তরবঙ্গে শীতের তীব্রতা বেড়েছে। বেড়েছে কুয়াশা ও ঠান্ডা। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে জনপদ।

রবিবার সকালে নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ১৪ দশমিক ১ এবং রাজশাহীতে তৃতীয় সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি।

এছাড়া সিরাজগঞ্জের তাড়াশে ১৪ দশমিক ৮, পাবনার ঈশ্বরদীতে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রার এসব তথ্য জানা গেছে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কুয়াশা সম্পর্কে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এসময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ  
জামিনে কারামুক্ত সাবেক এসপি বাবুল
বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন ফিল সিমন্স
টেকনাফে অস্ত্রের মুখে পাহাড় থেকে দুই কৃষক অপহরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা