প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, উত্তরা সেবাকেন্দ্রে পরিদর্শন টিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৫, ২০:২০
অ- অ+

সারাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি) মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কোলাবোরেশন এলএবি প্রেজেক্টের পক্ষে তথ্য সংগ্রহের কাজ করেন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মবিনুর রহমান।

এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে উত্তরার কনসালটেন্ট প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন উপস্থিত ছিলেন।

তাসলিমা খাতুন জানান, বর্তমানে কেন্দ্রটিতে ফিজিওথেরাপিসহ বেশ কয়েকটি সেবা কার্যক্রম চালু রয়েছে। এসব সেবা জনগণের মাঝে ছড়িয়ে দিতে প্রয়োজন প্রচার-প্রচারণা। আধুনিক ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দক্ষ জনবল এবং পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এছাড়াও জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহও করা দরকার।

পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে মবিনুর রহমান জানান, বিডিডিটি সারাদেশের ৩২টি এসএসকে পরিদর্শন ও তথ্য সংগ্রহ করবে, যার অংশ হিসেবে ঢাকার উত্তরার কেন্দ্রটি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা হলো। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে ভবিষ্যৎ বিভাগীয় পর্যায়ে গোলটেবিল বৈঠকের মাধ্যমে পরামর্শগুলো সরকারকে প্রস্তাব আকারে পেশ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই পরিদর্শন কর্মসূচি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে জাতীয় পর্যায়ে আধুনিকায়ন, সেবার বিস্তার এবং নীতিগত পরিকল্পনা তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

(ঢাকা টাইমস/২৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
এমপিও শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন, অফিস আদেশ জারি
মির্জাপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
সোনারগাঁয়ে প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা