সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৯৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৫:৫১| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৬:০৪
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (২৪) নামের এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে আরও একটি মামলা হয়েছে। এই মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩৫০-৪৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি জানান, গত শনিবার (১৬ নভেম্বর) রাতে ভুক্তভোগী তরুণ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া নিজে বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় এজাহারনামীয় আরও আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭),ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৬২), থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ (৫৫) আওয়ামী লীগ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডে বিক্ষোভ করার সময় জনতার ওপর শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে। তখন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একটি গুলি বাদীর বুকের ডান পাশে লাগে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় জনতা উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডের প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। একপর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার দেহে অস্ত্রোপচার হয়। দ্রুত চিকিৎসা পাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/মোআ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা