আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের দ্রুত বিচার করার দাবি ফারুকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৫, ১৪:৪১| আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৪:৫৫
অ- অ+

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “ফ্যাসিবাদ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের খুব দ্রুত বিচার করতে হবে।”

তিনি বলেন, “তাদের যদি দ্রুত বিচার করা না হয় তাহলে দেশের পরিস্থিতি অন্যরকম হতে পারে। কারণ তাদের কাছে অবৈধ টাকা আছে।”

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ জাতীয়তাবাদী সেনবাগ ফোরামের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, “আপনার কাছে আমাদের দাবি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি মোরশেদ আলমের বিচার হতে হবে। এই অবৈধ এমপি-মন্ত্রীরা বাংলাদেশের গরিবের টাকা মেরে বিদেশে পাচার করেছে, কানাডায় বাড়ি করেছে। তাদের সেই টাকা ফেরত আনতে হবে। সেই টাকা যদি ফেরত আনা যায় তাহলে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে, নিহত হয়েছে তাদের পরিবারকে সাহায্য করেও অনেক টাকা বাঁচবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে ফারুক বলেন, “মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পুলিশ রিমান্ডের আবেদন করেনি কেন? যে ব্যক্তি হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে বিদেশে পাচার করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু থানা পুলিশ রিমান্ড চায়নি, তিনি একটি চ্যানেলের মালিক বলে? টিভি চ্যানেল ব্যক্তি মালিকানার হতে পারে। কিন্তু সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করতে পারে না। যিনি সাংবাদিকদের ওপর হস্তক্ষেপ করবেন তিনি টিভি চ্যানেলের মালিক হতে পারেন না। বর্তমানে আমরা এও দেখতে পাচ্ছি। একজন দুর্নীতিবাজ আসামিকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে জেলখানা থেকে কোর্টে আনা হয়।”

তিনি বলেন, “ব্যক্তিগতভাবে মোরশেদ আলমের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। কিন্তু আমি একজন রাজনীতিবিদ। আমাকে সত্য বলতে হবে। আর আমাকে এই সত্য বলার সাহস যুগিয়েছেন যিনি ১০ হাজার মাইল দূরে বসে বিএনপিকে সংগঠিত করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন আমাদেরকে সাহায্য করেছেন দিকনির্দেশনা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

জয়নুল আবদিন ফারুক বলেন, “আমরা ব্যক্তি মোরশেদের বিপক্ষে না। আমরা অবৈধ মন্ত্রীর বিপক্ষে, যিনি বাংলাদেশের গরিবের অর্থ বিদেশে পাচার করেছেন তার বিরুদ্ধে।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, “আপনি এমন একটা নির্বাচন দেবেন যে নির্বাচনে মোরশেদ আলমের মতো লোক নির্বাচিত হতে পারবেন না। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারে যেন দরবেশের মতো লোক না থাকে, আইনমন্ত্রীর মতো লোক না থাকে, শিক্ষামন্ত্রী নওফেলের মতো লোক না থাকে। আপনার কাছে আমাদের দাবি একটাই। আমরা আপনার বিরুদ্ধে না। আমরা আপনার সমর্থক। আমরা আপনার কাছে এমন কিছু চাই না যেটা দিয়ে আমরা অর্থবান হব। আমরা মোরশেদ হতে চাই না। হাসিনার মতো সরকার আসুক এটাও চাই না। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্বাচনের কথা বলেছেন। কিন্তু কিছু কিছু লোক আছে যারা নির্বাচনের কথা বলে আবার মনে মনে বলে, কিসের নির্বাচন। আগে সংস্কার হবে, স্থানীয় নির্বাচন হবে। এসব তালবাহানা করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখার যে অবস্থা সৃষ্টি হচ্ছে তারা ওই ইঙ্গিত বহন করছে। এর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে।”

সংগঠনের সভাপতি এ বি এম ফারুক হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষকদলের সহ-সভাপতি ভিপি এ ইব্রাহিম, মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী, সাবেক ছাত্রনেতা এম এ আজাদ চয়ন, সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জসিম, আদাবর থানা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ কবির হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজ্ঞাপন-ওয়েব ফিল্ম ও চলচ্চিত্রে মিষ্টির ব্যস্ততা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩, ভারত-পাকিস্তান? যা বলছে বিশ্বব্যাংক
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা