জানা গেল রোনালদোর ‘ইন্টারনেটে ঝড় তোলা’ সেই অতিথির নাম
বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পায়ের জাদুতে ফুটবল মাঠে একের পর এক রেকর্ড সৃষ্টি করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সোশাল মিডিয়াতেও দাপুটে বিচরণ ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাস তিনেক আগেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ মহাতারকা।
যেখানে অনুসারী ও দর্শকসংখ্যায় এরই মধ্যে ভাঙছেন একের পর এক রেকর্ড। সেখানেই ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথিকে নিজের চ্যানেলে আনার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই ফুটবলার।
‘এমন একজন আমার ইউটিউব চ্যানেলে অতিথি হবেন, যার ফলে ইন্টারনেটে ঝড় উঠবে’- ক্রিস্টিয়ানো রোনালদোর এমন ঘোষণার পর অধিকাংশ মানুষই ধরে নিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই হতে যাচ্ছেন সেই অতিথি। সর্বকালের অন্যতম সেরা দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষাই করছিলেন সকলে।
কিন্তু অবশেষে ইন্টারনেট দুনিয়াকে যেন কিছুটা হতাশই করেছেন রোনালদো। তার নতুন অতিথি যে লিওনেল মেসি নন। তবে যিনি আসছেন, তিনিও ব্যাপক জনপ্রিয়। আক্ষরিক অর্থেই ইন্টারনেট দুনিয়াতে ঝড় তোলার সক্ষমতা আছে তার।
ইউর ক্রিস্টিয়ানো চ্যানেলে অতিথি হচ্ছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। মিস্টার বিস্ট নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত। ‘মিস্টারবিস্ট’ নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কর্ণধার তিনি। যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি। ইউটিউবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সর্বোচ্চ, ভিডিও আছে আটশোর বেশি। প্রায় ২৭৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয়স্থানে টি-সিরিজ। দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারো নেই।
মিস্টারবিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি খোদ রোনালদোই দিয়েছেন। নিজের চ্যানেলে ‘ইন্টারনেটে ঝড় তুলতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রিমিয়ার করে রেখেছেন আল নাসরের পর্তুগিজ তারকা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ওই অনুষ্ঠান।
উল্লেখ্য, রোনালদোর ইউটিউব চ্যানেলের নাম ইউআর ক্রিশ্চিয়ানো। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে নিজস্ব ভাবনাচিন্তা শেয়ার করেন সেখানে। ভক্তদের উন্মাদনারও শেষ নেই ‘ইউআর ক্রিশ্চিয়ানো’কে নিয়ে। এবার সেই চ্যানেলেই অতিথি হচ্ছেন ইউটিউবের সর্বোচ্চ সাবস্ক্রাইবারের অধিকারী মিস্টার বিস্ট।
(ঢাকাটাইমস/ ২১নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন