পার্থে অস্ট্রেলিয়ার পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ১৪:২৫
অ- অ+

সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারতের। কোনোভাবেই যেনো নিজেদের পুরোনো ছন্দে ফিরতে পারছে না টিম ইন্ডিয়া। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। যে কারণে হোয়াইটওয়াশই হতে হয়েছে ভারতকে। তবে সেই দুঃস্মৃতি ভুলে অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায়ের সূচনা করতে চেয়েছিল সফরকারীরা। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি দলটি।

বর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে দুই সেশনও টিকতে পারল না ভারতীয় ব্যাটাররা। অজি পেসারদের তোপের সামনে করতে পারে কেবল ১৫০ রান। পার্থে সিরিজের প্রথম টেস্টে টসে হারলেও বল হাতে নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ৪৯.৪ ওভারের বেশি টিকতে পারেনি ভারতের ব্যাটিং লাইন। আর তাতেই প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট ভারত।

লোকেশ রাহুল, ঋষব পান্ত এবং লোয়ার অর্ডার নিতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে দুই অংকের রান না এলে ভারত হয়তো একশোর আশেপাশেও গুটিয়ে যেতে পারত।

পার্থ টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ নতুন উদ্বোধনী জুটি। ৮ বল খেলে ডাক খেয়েছেন ইয়াশভি জয়সওয়াল। এই তরুণ ওপেনার দ্রুত ফেরায় উদ্বোধনী জুটিতে ভারত তুলতে পেরেছে কবল ৫ রান।

ডাক খেয়েছেন আরেক তরুণ দেবদূত পাডিক্কালও। তিনে খেলতে নেমে রীতিমত ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা হয়েছে তার! শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়েছেন হ্যাজেলউড। ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

১৪ রানে ২ উইকেট হারানোর পর দলকে আরো বিপদে ফেলেছেন বিরাট কোহলি। অফফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটার কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না। ১২ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

টপ অর্ডার ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝেও এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করার চেষ্টা করেছেন লোকেশ রাহুল। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। রোহিত শর্মার অনুপস্থিতিতে ইনিংস ওপেন করতে নেমে ৭৪ বলে ২৬ রান এসেছে রাহুলের ব্যাট থেকে।

টপ অর্ডারের ব্যাটারদের পথ ধরেই হেটেছেন ধ্রুব জুরেল-ওয়াশিংটন সুন্দররা। তবে মিডল অর্ডারে ব্যতিক্রম ছিলেন ঋষব পান্ত ও নীতিশ। এ দুজনে চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। তবে ৩৭ রান করে পান্ত বিদায় নিলে আর কেউই নীতিশকে সঙ্গ দিতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে ৪১ রান করে আউট হয়েছেন নীতিশ।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: ড. আবদুল কাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সব ধরনের চেষ্টা চলছে: মোশাররফ
অ্যাডিলেইড টেস্ট: স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮০ রানে অলআউট ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা