এখনো জাতীয় দলে ফেরার সুযোগ আছে, বিশ্বাস করেন নাসির 

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ১২:১১
অ- অ+

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ছাড়পত্র পাওয়ার পর প্রতিযোগিতামূলক ক্রিকেট দিয়ে আবারও মাঠে ফিরেছেন বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেন। ফিরেই আবার জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন তিনি।

৩৩ বছর বয়সি নাসির মনে করেন, জাতীয় দলের হয়ে এখনো নিজের সেরাটা দেওয়ার সুযোগ আছে তার।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের নাসির বলেন, ‘যারা ক্রিকেট খেলে তারা সকলেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে। যদি সেরা পারফর্ম করতে পারি, এখনো বিশ্বাস করি আমার সুযোগ আছে।’

আইসিসির দুর্নীতি দমন আইন ভঙ্গের জন্য ২০২৩ সালের সেপ্টেম্বরে সব ধরণের ক্রিকেটে নাসিরকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। যার মধ্যে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা ছিল।

নিষেধাজ্ঞার শর্তাবলী অনুসারে, দুর্নীতিবিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়ার বাধ্যবাধকতা পূরণসহ সব ধরনের শর্ত পূরণ করেই ক্রিকেটে ফিরেছেন নাসির। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলতে নামেন তিনি। বল হাতে ১০ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। পরে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ২ চারে ১১ বলে ৯ রান করেন। তার ফেরার ম্যাচে ৮ উইকেটে ম্যাচ জিতেছে রূপগঞ্জ টাইগার্স।

২০২৩ সালের ২৫ আগস্ট সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন নাসির। দীর্ঘ ২০ মাস পর ক্রিকেটে ফিরতে পেরে ভালো লাগছে তার। নাসির বলেন, ‘ফিরে আসতে পেরে সত্যিই দারুন লাগছে। আমি ক্রিকেটকে খুব মিস করেছি।’

নাসির জানান, দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচটি অভিষেক ম্যাচের মতো মনে না হলেও সবকিছু নতুন-নতুন লাগছে। তিনি বলেন, ‘যদিও এটি আমার অভিষেক ম্যাচ বলে মনে হচ্ছে না। তবে অনেক কিছুই নতুন মনে হয়েছে। ভালো পারফর্ম করতে পারলে আরও বেশি ভালো লাগতো।’

মাঠে ফেরার আগে অনেক দল থেকেই প্রস্তাব পেয়েছিলেন নাসির। কিন্তু রূপগঞ্জ টাইগার্সকে বেছে নেন তিনি। কারণ হিসেবে তিনি জানান, এটি তার জন্য সঠিক পরিবেশ। নাসির বলেন, ‘রূপগঞ্জ এমন একটি দল ছিল যার পরিবেশ আমার কাছে ভালো লেগেছে। সে কারণেই আমি এই ক্লাবকে বেছে নিয়েছি।’

যতদিন সম্ভব খেলা চালিয়ে যেতে চান নাসির। পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। নাসির বলেন, ‘ফিটনেস গুরুত্বপূর্ণ। আমার ওজন কিছুটা বেড়েছে। কিন্তু যতদিন সম্ভব হবে, ততদিন খেলা চালিয়ে যেতে চাই।’

সর্বশেষ ২০১৭ সালে টেস্ট, ২০১৮ সালে ওয়ানডে ও ২০১৬ সালে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিন ফরম্যাট মিলিয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাসির।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা