মির্জাপুরে কবি-সাহিত্যিকদের সমাবেশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৯:২০ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০১৭, ১৯:০৭

টাঙ্গাইলের মির্জাপুরে ‘সেতুবন্ধন’ নামে কবি সাহিত্যিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এ সমাবেশ হয়।

মা আমিনা রহমান সাহিত্য একাডেমি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের উদ্বোধন করেন কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির।

প্রবীণ রাজনীতিক আব্দুর রাজ্জাক বিএসসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কবি ও লেখক প্রাকৃতজ শামিম রুমি টিটন।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি খোরশেদ আলম।

এসময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন- বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন, মুক্তিযোদ্ধা কবি মোফাখ্খার হোসেন শাজাহান, বাঁশতৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাইজুল ইসলাম, বাঁশতৈল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মঞ্জুরুল কাদের বাবুল, প্রধান শিক্ষক ইমরান হোসেন, বাঁশতৈল কলেজ পরিচালনা পরিষদের সদস্য আজাহারুল ইসলাম, কবি আনোয়ার হোসেন নবীন প্রমুখ।

অনুষ্ঠানে কবি সাযযাদ কাদিরের লেখা ‘আমার ভুল ভালবাসা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :