লালমনিরহাটে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বঙ্গমাতা চ্যাম্পিয়ন দল

এসকে সাহেদ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৭, ২০:২১

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল চ্যাম্পিয়ন দল পাটগ্রামের টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াররা।

রবিবার সকালে লালমনিরহাট রেলস্টেশনে জেলা প্রশাসনের উদ্যোগে এ ক্ষুদে খেলোয়ারদের শুভেচ্ছা জানানো হয়।

ঢাকা থেকে আন্তঃনগর লালমনি-এক্সপ্রেস ট্রেনে করে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা লালমনিরহাট এসে পৌঁছায়। সেখানে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অপেক্ষারত জেলা প্রশাসনের কর্মর্কতা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণ। এ সময় জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, পুলিশ সুপার এস.এম রশিদুল হক, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আহসান আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে একই দিন বিকেলে সার্কিট হাউজ সম্মেলন কক্ষেও অনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেয়া হয়।

গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ খেলায় রাজশাহী বিভাগের বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে লালমনিরহাটের পাটগ্রাম টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ান দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোল্ডকাপ ও এক লাখ টাকার চেক তুলে দেন।

(ঢাকাটাইমস/০৫মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :