‘ঠিক জায়গায় বল কর, ওরা খেলতেই পারবে না’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ২০:৫১

টেস্ট অভিষেকেই তিনি বাজিমাত করেছেন। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের মহানায়ক মেহেদী হাসান মিরাজ।শনিবার রাতে ওয়ানডে অভিষেকটাও হয়েছে ঝলমলে। ৪৩ রানে ২ উইকেট নিয়ে ৯০ রানের বিরাট জয়ে রেখেছেন অবদান।

নিজের প্রথম ম্যাচে একটা চাপ থাকে স্বাভাবিক কারণেই। মিরাজও সেই চাপ অনুভব করেছেন কিন্তু সিনিয়রদের কারণে সেটা নাকি বড় হয়ে দেখা দেয়নি। সিনিয়ররা তাকে সেভাবেই নাকি আগলে রেখেছিলেন শনিবারের ম্যাচে।

রবিবার সাংবাদিকদের মিরাজ বললেন,‘আমি আসলে ওয়ানডে অভিষেকে স্নায়ু চাপে ভুগছিলাম।আমাকে দেখে ব্যাপারটি বোঝা যায়নি- এর কৃতিত্ব দলের সিনিয়র ক্রিকেটারদের। তারা আমাকে পুরোটা সময় দারুণ সহায়তা দিয়ে গেছেন।’

ম্যাচের আগে অধিনায়ক মশিরাফির কাছ থেকে যে প্রেরণা পেয়েছেন তাতে অভিভূত মিরাজ। মাশরাফি তাকে বলেন,‘ তুই অনেক ভালো বোলার। ঠিক জায়গায় বল করতে পারলেও তোর বল ওরা খেলতেই পারবে না।’

বল করার আগেও অনেকের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়ে উপকৃত হয়েছেন বলে জানালেন মিরাজ। যেমন সাকিব তাকে বলেন,‘লেগ স্টাম্পে বল করিস না। অফ স্টাম্পের বাইরে বল কর, তাহলে মারতে পারবে না।’

মিরাজ বলেন,‘সাকিব ভাইয়ের কথাতেই যেমন, থিসারাকে লেগ স্টাম্পে কোনো বল দেইনি। ও আমাকে মারতে পারেনি। যদিও ওর উইকেট নিতে পারিনি কিন্তু ওর ঝড় থামাতে পেরেছিলাম।’

সিনিয়রদের এমন প্রেরণাতেই অভিষেকের চাপ ভুলে গিয়েছিলেন বলে জানালেন মিরাজ। বলেন,‘আমার স্বপ্নের মতো অভিষেকের জন্য, আমি সিনিয়দের ধন্যবাদ দিবো। তারা আমাকে খুব সহায়তা করেছেন। টেস্টে লম্বা সময় থাকে, অনেক কিছু ভাবা যায়, পরিকল্পনা করা যায়। ওয়ানডেতে কিন্তু সে রকম সময় থাকে না। এখানে সময় কম। পুরো ম্যাচে মাশরাফি ভাইরা আমাকে সেই চাপটা বুঝতে দেননি।তাদের অনুপ্রেরণার জন্য অভিষেকের কথা ভুলে গিয়েছিলাম। মনেই হয়নি আমি প্রথম খেলছি। কোনো চাপই ছিলো না।

(ঢাকাটাইমস/২৬মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :