ফরিদপুরে “শিশুর বিকাশে শিক্ষকের ভূমিকা” প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাজ্জাদ বাবু, ফরিদপুর থেকে
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৭, ২২:৫৭

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে “শিশুর বিকাশে শিক্ষকের ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসনের আইসিটি সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক। কোর্স পরিচালক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামছুল আলম। উপস্থিত ছিলেন এনডিসি মো. পারভেজ মল্লিকসহ সহকারী কমিশনাররা।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, এই কর্মশালার লক্ষ্য হল শিক্ষক ও ছাত্রদের মর্যাদা, সততা এবং নৈতিক শিক্ষার মনোভাব পরিবর্তন করা।

তিনি বলেন, এই প্রোগ্রামটি দেশের একটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণে ঈশান মেমোরিয়াল আধুনিক শিশু বিদ্যালয়, তারার মেলা ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/০১আগস্ট/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :