দুর্নীতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৭, ১৬:৩৭

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে দুর্নীতির দুই মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলামের এক বছর করে দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলার অপর ব্যাংক কর্মকর্তা আসামি মো. হাফেজ শরিফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছ আদালত।

রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর দণ্ডিত সাইফুল ইসলাম উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি সাইফুল ইসলাম ২০০২ সালে মানিকগঞ্জ উপজেলা শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার পদে এবং মো. হাফেজ শরিফ সিনিয়র ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন। ওই সময় আসামিরা পরস্পরের যোগসাজসে শেয়ারের বিপরীতে জনৈক এএস এম সাদেকের নামে ১০ লাখ টাকার একটি এবং জনৈক সফিকুল ইসলামের নামে নয় লাখ নয় হাজার টাকার ওডি লোন মঞ্জুর করে উত্তোলন করেন। পরে ওই টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ১৫ মে মানিকগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে। মামলাগুলোর তদন্তের পর ২০০৪ সালের ১৭ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ২০০৬ সালের ২৩ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এই বিভাগের সব খবর

শিরোনাম :