নারায়ণগঞ্জে ডাবল মার্ডার: দুই আসামি রিমান্ডে

নারায়গঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২১:২৩ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৭, ২১:২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডাবল মার্ডার মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামিরা হলেন- বাবুরাইল এলাকার মৃত. মুকবুল হোসেনের ছেলে আবুল হোসেন ও একই এলাকার হোসেন ব্যাপারীরে ছেলে জসিম।

এর আগে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার এজাহারভুক্ত ১৯নম্বর আসািম আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ আসামির তথ্যে বৃহস্পতিবার সকালে বাবুরাইল এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানিয়েছে।

গত ১৭ অক্টোবর ডাবল মার্ডারের এজাহার নামীয় আসামি রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ১৫ অক্টোবর সকালে কাশিপুর খিল মার্কেট এলাকা থেকে মামলার ১০নং আসামি মো. মোজাম্মেল হক রাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে ডাবল মার্ডার মামরায় ৪জন আসামিকে গ্রেপ্তার করেছে পুুলিশ।

মামলার তদন্তকারী অফিসার এসআই মাসুদ রানা জানান, রিমান্ডে থাকা আসামির তথ্য মতে জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এজাহারভুক্ত ১৯ নম্বর আসািম আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

১২ অক্টোবর রাতে কাশীপুরের হোসাইনি নগর এলাকাতে একটি রিকশার গ্যারেজে সশস্ত্র হামলাকারীরা কুপিয়ে তুহিন হাওলাদার মিল্টন ও পারভেজ আহমেদ নামে দুইজনকে হত্যা করা হয়।

নিহত পরিবারগুলোর পক্ষে মামলা না হওয়ায় ১৪ অক্টোবর শনিবার দুপুরে ফতুল্ল মডেল থানার এসআই মোজাহারুল ইসলাম বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিরাজগঞ্জে প্রার্থীর পক্ষে গোপন বৈঠক: ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ৬ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

সুজানগরে বিপুল টাকা ও ১০ সহযোগীসহ চেয়ারম্যান প্রার্থী শাহীন আটক

চুয়াডাঙ্গায় বজ্রসহ শিলাবৃষ্টি, শীতল বাতাসে জনমনে স্বস্তি

ফরিদপুরে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনায় ৩টি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা 

নষ্ট হচ্ছে জাটকা অভিযানে জব্দ মূল্যবান জেলে নৌকা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের কর্মবিরতি

বরগুনায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত

এই বিভাগের সব খবর

শিরোনাম :